বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সভা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। গতকাল দুপুরে বদরগঞ্জ স্টেশন চত্বরে লিফলেট বিতরণ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, সৈয়দপুর রেলওয়ে জেলার সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার।

 লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান, রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আতিকার রহমান প্রামাণিক, বদরগঞ্জ পৌরসভার কাউন্সিলর খায়রুল আনাম কোহিনুর, রুহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেহেলি বেগম, বদরগঞ্জ স্টেশন মাস্টার নুর আলম, স্টেশন জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান প্রমুখ। সৈয়দপুর রেলওয়ে জেলার সহকারী পুলিশ সুপার তোবারক আলি সরকার জানান, চলতি বছর পাথর নিক্ষেপের অভিযোগে অনেক তরুণ-যুবককে আটক করা হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাথর নিক্ষেপ রোধে ইতিমধ্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কেউ যদি পাথর ছোঁড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তাহলে আমরা সংবাদদাতাকে পুরস্কৃত করব। উল্লেখ্য, ঢাকা বিভাগে ৭৬টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। এতে ১৫ যাত্রী আহত হন। এর মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। তেজগাঁও ও টঙ্গীতেও ট্রেনে পাথর ছোড়ার বহু ঘটনা ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের ১০৩টি কাচ ভেঙেছে।

সর্বশেষ খবর