শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তিন জেলায় সড়কে ঝরল আট প্রাণ

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় সড়কে ঝরল আট প্রাণ

ফেনী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনী : বৃহস্পতিবার রাতে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ নতুন সমিতি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় পথচারী তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- জামালপুরের মোশারফ হোসেন (২২), জহিরুল ইসলাম (৪৫) ও সাজু (২২)। এ ঘটনায় আহত দুজনকে মিরসরাই উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ফেনীর নিজকুঞ্জরা বিসিক শিল্পনগরীর একটি জুতা কারখানার শ্রমিক। এদিকে, গতকাল দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মঠবাড়িয়া গুমতি ইটভাটার এলাকায় মাইক্রোচাপায় দুই অটোযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন জামাল উদ্দিন (৩৮) ও হাসনা আক্তার (১৮)। এ ঘটনায় আহত হন কলি। তিনি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ফয়েজ আহম্মদের মেয়ে। গতকাল তার বিয়ে হওয়ার কথা ছিল। মানিকগঞ্জ : সন্ধ্যায় মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের কৌড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও সদর উপজেলার পূর্ব বেতিলার সবুজ মিয়া (২৪)। চট্টগ্রাম : সকালে রাউজান পৌরসভার বাইন্যাপুকুরপাড় এলাকায় সিএনজির ধাক্কায় নিশান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর