শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শহরের সব সুবিধাই পাচ্ছেন গ্রামের মানুষ : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সবকিছু উজাড় করে দিয়েছেন। এদেশের মানুষকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাম হবে শহর এই স্লোগান সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনার নেতৃত্বে শহরের সব সুযোগ-সুবিধা পাচ্ছেন গ্রামের মানুষ। শেখ হাসিনার সরকার আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা এবং শিক্ষানগরী হবে বাঞ্ছারামপুর। মেঘনায় তৃতীয় সেতু নির্মাণ হলে ঢাকার সঙ্গে বাঞ্ছারামপুরের দূরত্ব অনেক কমবে। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শনকালে গতকাল তিনি এ কথা বলেন।                 -বাঞ্ছারামপুর প্রতিনিধি

সড়কে ঝোপঝাড়, দুর্ঘটনার শঙ্কা

সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবেশ পথে সড়কের দুই পাশে গজিয়েছে অপ্রয়োজনীয় গাছপালা-ঝোপঝাড়। জঙ্গলের কারণে সরু হয়ে গেছে মূল সড়ক। ঢেকে গেছে পথচারী যাতায়াতের অংশ। ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। সরেজমিন দেখা যায়, বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাইপাস পয়েন্ট থেকে শুরু করে দুই পাশে ঝোপঝাড় গজিয়ে জঙ্গলের সৃষ্টি হয়েছে। ঢেকে গেছে পথচারী যাতায়াতের পুরো অংশ। বেশকিছু স্থানে সড়কে নুয়ে পড়েছে গাছ-লতাপাতা। স্থানীয় বাসিন্দা আবু রায়হান জানান, সড়কে আমাদের চলার অংশ জঙ্গলে ছেয়ে গেছে। যানবাহন এলে সরে দাঁড়ানোর জায়গা থাকে না। ঝুঁকি নিয়ে পথ চলতে হয়। গাড়ি চালক শাহ আলম বলেন, সড়ক অতিক্রম করার সময় মনে হয় জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। সওজ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।                -বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ডুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের একটি মেস থেকে আবু জিহাদ মন্ডল (২৫) নামে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সদর থানার ছায়াতরু মীরবাড়ির ছাত্রমেস থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়ায়। তিনি ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম ভুরুলিয়া এলাকার ওই মেসে থেকে ডুয়েটে লেখাপড়া করতেন জিহাদ। গতকাল দুপুরে তিনি বাথরুমে যান। কিছুক্ষণ পর তার রুমমেট হালিম ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় জিহাদকে ঝুলতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিএমপি সদর থানার এসআই আল আমিন জানান, কিছুদিন ধরে জিহাদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।                -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর