রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পানিতে ডুবে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

পানিতে ডুবে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় চলতি বছরের গত সাত মাসে পানিতে ডুবে ১৪ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে নয়জন আর আলফাডাঙ্গায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে কোনো উদ্যোগ নেই। ঘটনা ঘটার পর শুধু ভুক্তভোগী পরিবারের কান্নাই চোখে পড়ে আর কোনো উদ্যোগ বা আলোচনা কোথাও চোখে পড়ে না।

দুর্ঘটনার শিকার পরিবারগুলোর সূত্রে জানা গেছে, ৬ মে বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের ইউসুফ শেখের দেড় বছরের মেয়ে মার্জিয়া বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায়। বারাশিয়া নদীতে সাঁকো পার হওয়ার সময় ১৫ জুলাই পানিতে পড়ে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রাবণী আক্তার সুলতানার (৯)। রূপাপাত ইউনিয়নের সূর্য্যাগ গ্রামের সাইফুল ইসলামের আড়াই বছরের মেয়ে সুমাইয়া পুকুরে ডুবে মারা যায় ১৬ সেপ্টেম্বর। তেলজুড়ী বাজারসংলগ্ন বেইলি সেতু থেকে কুমার নদে পড়ে ২৫ সেপ্টেম্বর মারা যায় ষষ্ঠ শ্রেণির মাদরাসাছাত্র আবদুল মাজেদ (১৪)। পৌরসভার লোকনাথ মহল্লার আলিফ মোল্লা মারা যায় ২ অক্টোবর। পাশের বাড়িতে নলকূপ পোঁতার জন্য খোঁড়া গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে তার মৃত্যু হয়। ময়না ইউনিয়নের কেওয়া গ্রামের বাকপ্রতিবন্ধী যুবক ইসরাফিল মোল্লা (২৪) পানিতে ডুবে মারা যান ৬ অক্টোবর। গুণবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে নূরে মদিনা মাদরাসার ছাত্র তাওহিদ (৮) বাড়ির পেছনে খেলতে গিয়ে নিজেদের পুকুরে পড়ে মারা যায় ৭ অক্টোবর। সাইফার মোল্লার পাঁচ বছরের মেয়ে আয়েশা মারা যায় ৯ অক্টোবর। পৌরসভার ছোলনা মহল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামের আমিন শেখের দুই বছরের মেয়ে মমতা হেনা বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায় ১৩ অক্টোবর। এ ছাড়া আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের সবুজ ইসলামের ছেলে অন্তর (৫) মারা যায় ১৫ এপ্রিল। মায়ের সঙ্গে গোপালপুর কলেজপাড়ায় নানাবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। ২৩ মে গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের অসীম কুমার বিশ্বাসের মেয়ে ঝিলিক বিশ্বাস (১১) মধুমতি নদীতে ডুবে মারা যায়। সে স্থানীয় খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটিগ্রামের ফায়েক মোল্লার মেয়ে ফাতেমা খানম (৩) বারাশিয়া নদীতে ডুবে মারা যায় ৮ জুন। বানা ইউনিয়নের উথলী গ্রামের হাসান মোল্লার দুই মেয়ে লামিয়া (৮) ও লিজা (৩) ৯ জুলাই পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায়।

সর্বশেষ খবর