গেমস থেকে ভিডিও আপলোড করে ফেসবুকে নিজের স্টোরিতে ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’ লিখে আলোচিত হওয়া সেই কিশোর তানভীরের (১৭) আত্মহননের ঘটনায় মামলা হয়েছে। গতকাল নিহত তানভীরের মা পারভীন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কামরুল, জামাই শাকিল, সজিব, লিমন, শামীম, রাসেল, আল-আমিনসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। নিহত তানভীরের মা পারভীন জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্থানীয় সন্ত্রাসী মিল্লাত বাহিনীর সদস্য কামরুল, জনু, সজীব, জামাই শাকিল, রাসেল, লিমন, মমিনসহ বেশ কয়েক সন্ত্রাসী তার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে চন্দ্রাবাড়ীর ভিতরে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা নিহত তানভীরকে ছেড়ে দেয়। পরে বাসায় ফিরে এলে সন্ত্রাসীরা পুনরায় তানভীরকে ফোন করে জানায় যে তাকে পেলে রাস্তায় আবারও পিটুনি দেওয়া হবে। এ ঘটনা তানভীর তার মাকে জানিয়ে নিজ ঘরে প্রবেশ করে। এই ভয়ে পরিবারের সদস্যদের অলক্ষ্যে তানভীর নিজ ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের বাবা চা দোকানি নজরুল জানায়, তার ছেলে তার সঙ্গে চায়ের দোকানে বসতো। এক সময় নিহত তানভীর অভিযুক্তদের সঙ্গে চলাফেরা করত। কিন্তু কয়েক মাস পূর্বে একটি অস্ত্র চালানোর গেমস ভিডিও আপলোড করে নিজ ফেসবুকে আপলোড করে পোস্ট দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তানভীর তার সঙ্গেই চায়ের দোকানে বসত। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের ২২ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে বন্দুক দিয়ে গুলি চালানোর একটি ভিডিও শেয়ার করে নিহত তানভীর। ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ায় পুলিশের নজরে আসে ওই কিশোর। এ ঘটনায় গত ২৩ মার্চ ফতুল্লা রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল তানভীরকে।
শিরোনাম
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
সেই কিশোর আত্মহননে প্ররোচনা মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর