মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নির্মাণের চার মাসেই বেহাল সড়ক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নির্মাণের চার মাসেই বেহাল সড়ক

পর্যটন কেন্দ্র কুয়াকাটা যাওয়ার বিকল্প সড়ক। মাত্র চার মাস আগে নির্মাণ কাজ শেষ হয়েছে এ সড়কের। এরই মধ্যে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও দেবে গেছে সড়কের দুই পাশ। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জানা যায়, ২০২০-২১ অর্থবছরে কুয়াকাটা যাওয়ার বিকল্প সড়ক নির্মাণ কাজ শুরু হয়। গত জুন মাসে কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন বলে শুরুতেই অভিযোগ উঠেছিল। এলজিইডির তথ্য মতে, এই সড়কের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০ টনের ট্রাক। কিন্তু ধান ব্যবসায়ীরা ২০-২৫ টনের ট্রাক দিয়ে পণ্য পরিবহনের ফলে এমন অবস্থা হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সেতুতে টোলপ্লাজা না থাকায় এই সড়ক দিয়ে ভারী যানবাহন প্রবেশ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ইব্রাহীম বলেন, বালিয়াতলীর বৈদ্যপাড়া চৌরাস্তার কাছে সড়ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে যেখানে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী। বালিয়াতলী ইউপি চেয়ারমান হুমায়ুন কবির বলেন, ধান ব্যবসায়ীরা অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পরিবহনের ফলে সড়কের এমন অবস্থা হয়েছে। ৫-৭ টনের বেশি ভারী ট্রাক চলাচলের জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু একটি মহল তা মানছে না।

সর্বশেষ খবর