ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। বিএনপি দলীয় প্রতীকে এ নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে মাঠে নেমেছেন বিএনপির প্রার্থীরা। এ উপজেলায় ১০ ইউপিতে বিএনপির ১৮ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দুজন বর্তমান চেয়ারম্যানও রয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী সদর ইউনিয়নে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আতিয়ার রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান এ কে এম হামিদুল বারী ওরফে বরুন মিয়া এবং বিএনপির সমর্থক মো. মিজানুর রহমান; গুণবহায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং তার আপন ছোট ভাই উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আবুল বাশার বিপব; সাতৈরে সর্বাধিক চার প্রার্থী হলেন সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাজিরুল ইসলাম, উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন ওরফে লাল মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. জাকির হোসেন ওরফে টিআই ও মো. রাফিউল আলম মিন্টু; দাদপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম কাজী ও উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দীন মোল্লা; চতুলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ মো. কামরুল ইসলাম উজ্জ্বল ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফিরোজ মোল্লা; পরমেশ্বরদীতে উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুর রহমান; শেখরে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম পলাশ; ময়নায় উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. মশিউল আজম মৃধা এবং উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম আশরাফুল আলম চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে লড়বেন।
শিরোনাম
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার