ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। বিএনপি দলীয় প্রতীকে এ নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে মাঠে নেমেছেন বিএনপির প্রার্থীরা। এ উপজেলায় ১০ ইউপিতে বিএনপির ১৮ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দুজন বর্তমান চেয়ারম্যানও রয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী সদর ইউনিয়নে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আতিয়ার রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান এ কে এম হামিদুল বারী ওরফে বরুন মিয়া এবং বিএনপির সমর্থক মো. মিজানুর রহমান; গুণবহায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং তার আপন ছোট ভাই উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আবুল বাশার বিপব; সাতৈরে সর্বাধিক চার প্রার্থী হলেন সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাজিরুল ইসলাম, উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন ওরফে লাল মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. জাকির হোসেন ওরফে টিআই ও মো. রাফিউল আলম মিন্টু; দাদপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম কাজী ও উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দীন মোল্লা; চতুলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ মো. কামরুল ইসলাম উজ্জ্বল ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফিরোজ মোল্লা; পরমেশ্বরদীতে উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুর রহমান; শেখরে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম পলাশ; ময়নায় উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. মশিউল আজম মৃধা এবং উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম আশরাফুল আলম চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে লড়বেন।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া