দুই দিনের টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জের আলু চাষিদের মাথায় হাত। আলু খেতে পানি জমে প্রায় ৪২১ কোটি টাকার বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। এর মধ্যে আলুর বীজ রোপণকৃত ১৭ হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও ভারী বৃষ্টির কারণে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এতে করে হতাসাগ্রস্ত হয়ে পড়েছে জেলার হাজারো আলু চাষিরা। ধার দেনা করে রোপণকৃত আলু এখন বৃৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে এ দৃশ্য যেন চাষিদের বুকে ফেটে যাচ্ছে। জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে মাত্র কয়েকদিন আগে এবং গত শুক্রবার পর্যন্ত যারা আলু রোপণ করেছে তাদের কৃষি জমিগুলোতে এখন বৃষ্টির পানি জমে আছে। টানা বৃষ্টির ফলে পানি সরতেও পারছে না। ফলে ইতিমধ্যে ১৭ হাজার হেক্টর জমি প্লাবিত হয়েছে। এতে করে বড়ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে জেলার হাজারো আলু চাষিরা। ধারণা করা হচ্ছে এই মৌসুমে প্রায় ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে কৃষকদের। এমন অবস্থায় চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। সদর উপজেলার মাকাহাটি গ্রামের আবদুর রহমান নামের এক কৃষক জানান, বিগত দুই দিন আগে ধারদেনা করে আলু রোপণ করেছি যা এখন বৃষ্টির পানিতে ডুবে আছে। এই লোকসান কীভাবে পূরণ হবে তা বুঝতে পারছি না। মেঘনা পাড়ের বকচর এলাকার হৃদয় সরকার নামের এক আলু চাষি জানান, অতিরিক্ত মূল্যে সার বীজ কিনে আলু রোপণ করেছি বর্তমানে রোপণকৃত আলু এখন ১ ফুট পানির নিচে। রোপণকৃত স ব আলু নষ্ট হয়ে গেছে। এতে করে আর্থিকভাবে লোকসানে পড়তে হবে। ৪২১ কোটি টাকার লোকসান হতে পারে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক খুরশেদ আলম বলেন, টানা দুই দিনের বৃষ্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে জেলার ছয় উপজেলার হাজারো কৃষক। ইতিমধ্যে জেলার রোপণকৃত প্রায় ১৭ হাজার হেক্টর আলুর জমি প্লাবিত হয়েছে।
শিরোনাম
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
টানা বৃষ্টিতে ১৭ হাজার হেক্টর আলুখেত পানির নিচে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর