মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার পাকা সড়কের ওপর বাঁশের সাঁকো বানিয়ে পার হচ্ছেন পথচারীরা। মাত্র ২৫ মিটার ধসে পড়া রাস্তার জন্য দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের সুফল থেকে বঞ্চিত তারা। এলাকাবাসী জানান, সেওতা মসজিদ থেকে পশ্চিম সেওতা রাস্তাটি ২০১৭ সালে পৌরসভা প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কার করে। সংস্কারের এক বছর পরই ২৫ মিটার ধসে চলার অনুপযোগী হয়ে পড়ে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল অব্যাহত রাখেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মানিকগঞ্জ শহর, ঢাকা-আরিচা মহাসড়ক, বান্দুটিয়াসহ বিভিন্ন স্থানে যাওয়ার অন্যতম মাধ্যম। লোকজনের দাবির মুখে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ নিজ অর্থায়নে পাকা রাস্তার ধসে যাওয়া অংশে বাঁশের সাঁকো তৈরি করে দেন। এতেও ঝুঁকিমুক্ত হয়নি রাস্তাটি। সাঁকোর স্থান দিয়ে মোটরসাইকেল, রিকশা চলাচল-তো দূরের কথা বাইসাইকেল চালিয়েও যাওয়া যায় না। স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন ও সাহাবউদ্দিন বলেন, পাঁচ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন। দেখার যেন কেউ নেই। লোকজন মসজিদে যেতে পারেন না, ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে না। এই রাস্তাটুকু মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য এক বছরের মধ্যে পাকা রাস্তা ধসে গেছে। স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আমার সময়েই প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তাটি পাকা করা হয়েছিল। পাশে খাল থাকায় ২৫ মিটার রাস্তা ধসে গেছে। আমি নিজের টাকা দিয়ে বাঁশের সাঁকো করে দিয়েছি। তারপরও চলাচলের উপযোগী হয়নি। বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে আলাপ করে স্থায়ী ব্যবস্থা করা হবে। মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী বলেন, কিছুদিন হলো আমি দায়িত্ব পেয়েছি। রাস্তাটি কিছুদিনের মধ্যেই মেরামত করে দেওয়া হবে।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
পাকা রাস্তার ওপর বাঁশের সাঁকো, জনদুর্ভোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর