মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার পাকা সড়কের ওপর বাঁশের সাঁকো বানিয়ে পার হচ্ছেন পথচারীরা। মাত্র ২৫ মিটার ধসে পড়া রাস্তার জন্য দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের সুফল থেকে বঞ্চিত তারা। এলাকাবাসী জানান, সেওতা মসজিদ থেকে পশ্চিম সেওতা রাস্তাটি ২০১৭ সালে পৌরসভা প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কার করে। সংস্কারের এক বছর পরই ২৫ মিটার ধসে চলার অনুপযোগী হয়ে পড়ে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল অব্যাহত রাখেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মানিকগঞ্জ শহর, ঢাকা-আরিচা মহাসড়ক, বান্দুটিয়াসহ বিভিন্ন স্থানে যাওয়ার অন্যতম মাধ্যম। লোকজনের দাবির মুখে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ নিজ অর্থায়নে পাকা রাস্তার ধসে যাওয়া অংশে বাঁশের সাঁকো তৈরি করে দেন। এতেও ঝুঁকিমুক্ত হয়নি রাস্তাটি। সাঁকোর স্থান দিয়ে মোটরসাইকেল, রিকশা চলাচল-তো দূরের কথা বাইসাইকেল চালিয়েও যাওয়া যায় না। স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন ও সাহাবউদ্দিন বলেন, পাঁচ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন। দেখার যেন কেউ নেই। লোকজন মসজিদে যেতে পারেন না, ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে না। এই রাস্তাটুকু মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য এক বছরের মধ্যে পাকা রাস্তা ধসে গেছে। স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আমার সময়েই প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তাটি পাকা করা হয়েছিল। পাশে খাল থাকায় ২৫ মিটার রাস্তা ধসে গেছে। আমি নিজের টাকা দিয়ে বাঁশের সাঁকো করে দিয়েছি। তারপরও চলাচলের উপযোগী হয়নি। বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে আলাপ করে স্থায়ী ব্যবস্থা করা হবে। মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী বলেন, কিছুদিন হলো আমি দায়িত্ব পেয়েছি। রাস্তাটি কিছুদিনের মধ্যেই মেরামত করে দেওয়া হবে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
পাকা রাস্তার ওপর বাঁশের সাঁকো, জনদুর্ভোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর