শিরোনাম
রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দৌলতদিয়া ঘাটে বেপরোয়া ছিনতাইকারীরা

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে দিনে-দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে গতিরোধ করে নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নারী এনজিওকর্মী মোছা. নাসিমা খাতুন (৪২) আহত হয়েছেন। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের একজন হিসাবরক্ষক। তার বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার ইশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আকতার হোসেনের স্ত্রী। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ওইদিন রাতে রাজবাড়ী বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের দিলীপ ম লের ফোন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। তবে বৃহস্পতিবার দুপুরে তিনি নিজে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় প্রতিদিন একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর বেশির ভাগ ঘটনায় ভুক্তভোগীরা থানায় পুলিশের নজরে না এনে নীরবে মেনে নেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার বলেন, আমি সম্প্রতি এই থানায় যোগদান করেছি। অল্প কয়েকদিনে অনেক ছিনতাকারী ধরেছি এবং মামলা দিয়েছি। গোয়ালন্দ ঘাট থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কঠিন এবং কঠোর অবস্থানে।

সর্বশেষ খবর