শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

কুমিল্লা ও লাকসাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলী গ্রামে গতকাল বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৩ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন মীর মোবারক হোসেন। বাকিরা কুমিল্লা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, বিরুলী গ্রামের আনোয়ার হোসেন নামে এক যুবক খেলনা বেলুন বিক্রেতা। তিনি বাড়িতে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফোলান। গতকাল বিকালে বেলুন ফোলানোর সময় বেশকিছু শিশু-কিশোর আগ্রহ নিয়ে দৃশ্য দেখছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলুন বিক্রেতা আনোয়ারসহ অন্তত ৪১ জন আহত হন। স্থানীয় মৌকরা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, আনোয়ার বাজারের গ্যাস, নানা মেডিসিন ও চুন ব্যবহার করে নিজেই গ্যাস তৈরি করেন। তার বেলুন বানানোর সব প্রক্রিয়াই বিপজ্জনক।

সর্বশেষ খবর