সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উধাও সেতুর ঠিকাদার জনদুর্ভোগ চরমে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা মহাসড়কের কাওনা এলাকার নরসুন্ধা নদীর ওপর সেতুর আংশিক কাজ করার পর সাত মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখে নিখোঁজ থাকায় এ মহাসড়কে চরম জনভোগান্তির অভিযোগ এলাকাবাসীর। এতে করে ঢাকাসহ আন্তঃজেলার যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান ও জেলা বাসদ মার্কসবাদী নেতা আলাল মিয়া ও  ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন সেতুর কাজ বন্ধ থাকায় একটু বৃষ্টি হলেই সংযোগ সড়কে কাদামাটিতে গাড়ি পিছলিয়ে নদীতে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। কথা হয় এলাকার ব্যবসায়ী আবদুর রশিদসহ অনেকের সঙ্গে। এ সময় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সবচেয়ে বেশি সম্যসায় পড়েছে উভয় পাশের ব্যবসায়ীরা। উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, ৪০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজের জন্য বিগত বছরের ১১ ফেব্রুয়ারিতে ঠিকাদার পুনাম পেলস্ এর সঙ্গে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নরসুন্ধা নদীর ওপর সেতুটি নির্মাণের চুক্তি হলেও সাব-কন্ট্রাক্ট হিসেবে কিশোরগঞ্জের এস আলম চুক্তিবদ্ধ হয়।

সর্বশেষ খবর