সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক আরিজুল মোড়ল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল কাশিয়াডাঙ্গা বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, কাশিয়াডাঙ্গা যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামন বাপ্পি, রিপন মোল্লা, সুফল আইচ, সবুর সরদার, হাফিজুল সরদার প্রমুখ। বক্তারা এ সময় কৃষক আরিজুল মোড়লকে যারা অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।