মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানের এজেন্ট ছিলেন জিয়া

-এস এম কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। তার স্ত্রী খালেদা জিয়াও পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। কামাল আরও বলেন, বিএনপি জোট গণতান্ত্রিক পন্থায় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারবে না তাই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। গতকাল বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপাতি আবদুস সাত্তার। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সম্মেলনে সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে সমঝোতার ভিত্তিতে অ্যাডভোকেট গোলাম ফারুক শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর