হবিগঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরকারি প্রণোদনা কর্মসূচির বীজ ও রাসায়নিক সার এবং ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা এবং হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রধান অতিথি হিসেবে এই প্রণোদনা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বানিয়াচং উপজেলায় প্রধান অতিথি হিসেবে এই প্রণোদনা বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।