শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ

হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া রোগীরা

মাদারীপুরে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালে ভিড় বাড়ছে ডায়রিয়া রোগীর। শয্যার চেয়ে রোগী কয়েকগুণ বেশি ভর্তি হওয়ায় ভোগান্তিতে পড়েছে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া আক্রান্ত রোগীর বেশিরভাগই শিশু। বেডের চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য শয্যা রয়েছে ছয়টি। অথচ গত শুক্রবার ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৮৮ জন। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ভর্তি হয়েছে ২২ জন। গত বৃহস্পতিবার চিকিৎসা নিয়েছে ৬৭ জন, বুধবার ৮১, মঙ্গলবার ৬২, সোমবার ৫৯, রবিবার ছিল ৬৪ জন। এর মধ্যে ৮০ ভাগই শিশু। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড না থাকায় মেঝে ও হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, ১০০ শয্যার মাদারীপুর সদর হাসপাতাল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, গাইনিসহ ১০০টি শয্যায় চিকিৎসা দেওয়া হয়। এদিকে চিকিৎসক সংকটের জন্য ঠিকমতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। সদর উপজেলার কুলপদ্বি এলাকা থেকে এসেছেন সোলায়মান (৩০) নামে এক রোগী। তিনি অভিযোগ করেন, রাতে এসেছি। সকালেও কোনো ডাক্তার আসেননি। ফ্লোরে মাকে নিয়ে আছি। সিভিল সার্জন ডা. মুনির হোসেন জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগী বেড়েছে। আমরা ডায়রিয়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।

সর্বশেষ খবর