বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

ইজিবাইকচালক হত্যারহস্য উন্মোচন

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ইজিবাইকচালক খোরশেদ আলম মিলন (৩২) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। জেলা পুলিশ লাইনসে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ১৪ মে মিলনকে হত্যা করে সজিব হোসেন, রবিউল ইসলাম, মেহেদী হাসান ও সাগর আলী নামে চার ছিনতাইকারী। ১৫ মে সন্ধ্যায় উপজেলার কদিমচিলান রাস্তার পাশে আখ খেত থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৬ মে লালপুর থানায় হত্যা মামলা করেন মিলনের বাবা ফখরুল ইসলাম। এই মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে সজীবকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে গ্রেফতার করা হয় রবিউল ইসলাম, মেহেদী হাসান ও সাগর আলীকে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর