রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : হুইপ ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শিক্ষার আলোয় আলোকিত করে দেশকে বিশ্ব দরবারে শিক্ষিত হিসেবে পরিচিত করছেন। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন হতে পারে না। তাই প্রধানমন্ত্রী জাতিকে শিক্ষিত করে শক্তিশালী মানব সম্পদ গড়ে তুলতে চান। শিক্ষাখাতে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। তাদের আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছাত্র-ছাত্রীদের দিতে হবে জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা। সদরের উত্তর গোশাইপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং বাইসাইকেল বিতরণকালে পৃথক বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। হুইপ আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা দেশের সম্পদে পরিণত হচ্ছে। তারা আজ রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার বাংলাদেশ গড়তে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশে শিক্ষার হার এখন বিগত সময়ের চেয়ে বেশি।

সর্বশেষ খবর