দেশের অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। কমলগঞ্জের পশ্চিম ভানুগাছের সংরক্ষিত বনের ১২৫০ হেক্টর এলাকাজুড়ে এর অবস্থান। এই উদ্যানে রয়েছে সংকটাপন্ন প্রাণী উল্লুক। দুর্লভ প্রাণী চিতা বিড়াল ও সজারু। আছে প্রায় বিলুপ্তপ্রায় প্রাণী গোল্ডেন ক্যাট, চশমা পরা বানর, বিপন্ন প্রাণী বনরুই ও বিরল প্রজাতির বৃক্ষ। গবেষকদের মতে, এই জাতীয় উদ্যান একটি সংবেদনশীল বন। ১৯৯৬ সালে জাতীয় উদ্যান ঘোষণার পর আজও এর সীমানা চিহ্নিত করা হয়নি। ভ্রমণের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই বনে ঢুকছেন। এতে প্রাণীরা পাচ্ছে না নির্ঝঞ্জাট পরিবেশ। হুমকিতে পড়েছে বনের প্রাণীকুল। বিশেষজ্ঞরা এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর উদাসীনতাকে দায়ী করেছেন। তাদের মতে, এই বনে দর্শনার্থী প্রবেশে রাশ টানতে হবে। আর এটা করতে হবে এখনি। জানা যায়, ২০২০ সালে ১ লাখ ১০ হাজার ২৮০ জন দর্শনার্থী লউয়াছড়ায় প্রবেশ করেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৭ হাজার ৩০ জন আর ২০১৮ সালে ছিল ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। বিশেষজ্ঞরা বলেন, লাউয়াছড়া বনে তিনটি স্তর রয়েছে। মানুষের বিচরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিচের স্তর বনতল। বনতলে তৃণ, গুল্ম, ঔষধি গাছ, শৈবাল, ছত্রাক এবং প্রচুর পরিমাণ অণুজীব, ব্যাঙ, সরীসৃপ জাতীয় প্রাণী মারা যাচ্ছে। নষ্ট হচ্ছে তাদের ডিম ও বাসা। সীমানা চিহ্নিত না থাকায় পুরো বন এলাকা দর্শনার্থীর জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। এ উদ্যানে রয়েছে কমপক্ষে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর প্রাণী, ছয় প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ২৪৬ প্রজাতির পাখি। প্রায় প্রতিদিন বনের এসব প্রাণী বেরিয়ে আসে লোকালয়ে। এদের কিছু ধরা পড়ছে মানুষের হাতে, কিছু মারা যাচ্ছে গাড়িচাপায়। বন বিভাগের দেওয়া তথ্যমতে, চলতি বছর ২১৫টি জীবিত ও ১৩টি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে। ২০২০ সালে উদ্ধার করা হয় ২২৭টি জীবিত ও ১৮৮টি মৃত প্রাণী। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সব বনেই ভিজিটর কেরিং কেপাসিটি আছে। এই বনে প্রতিদিন ৪০০ ও বিশেষ দিনে সর্বোচ্চ ১০০০ দর্শনার্থীর প্রবেশ করা উচিত।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, ‘একটি জাতীয় উদ্যানের পুরো আয়তনের ২০ শতাংশ ট্যুরিজমের জন্য ওপেন রাখা হয়। বাকি ৮০ শতাংশ থাকে রিজার্ভ। কিন্তু লাউয়াছড়া উদ্যানের পুরোটাজুড়েই ট্যুরিজম।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট বিভাগীয় সমন্বয়ক আবদুল করিম কিম বলেন, ‘লাউয়াছড়া এখন লাভজনক ব্যবসাপ্রতিষ্ঠান হয়ে গেছে। যত বেশি মানুষ প্রবেশ করছে কর্তৃপক্ষের তত আয় হচ্ছে। পরিবেশের কথা কেউ ভাবছে না।
শিরোনাম
- শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের
- টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন-তাসকিন
- ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, ঘোষণা চীনের
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক এডিসি রাশেদসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
- বেতাগীতে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দাবানলের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে গ্রেফতার ১০
- শাজাহানপুরে ৩১ দফা বাস্তবায়নে কৃষকদলের প্রচার অভিযান
- কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
- গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
- কক্সবাজারে চার কিশোর নিখোঁজ
- নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে বন্যহাতির মৃত্যু
- আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন : নাহিদ
- ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারেননি ইরানি যে জেনারেল!
- সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
- ‘অপারেশন সিঁদুরে তিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ভারত’
- আলোচনায় প্রস্তুত হামাস, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে
- ইহুদি খলনায়ক ‘শাইলক’ মন্তব্যে বিতর্কে ট্রাম্প, কিন্তু কেন?
- গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল
- ডিবি পুলিশকে কুপিয়ে জখম মাদক কারবারিদের, মামলা