চাঁদপুরে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর পানি বর্ষার বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে। ফলে শহর রক্ষা বাঁধটি একপ্রকার হুমকির মুখে রয়েছে। চাঁদপুরে প্রচুর বৃষ্টিপাত ও উজানের পানির চাপে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা পাউবোর। গত সোমবার বিকালে লঞ্চঘাট এলাকায় দেখা যায়, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া মিলনস্থলে নদীর পাশ দিয়ে শহর রক্ষা বাঁধ ঘেঁষে তীব্র স্রোত বইছে। সেই স্রোত উতরিয়ে লঞ্চ ও নৌযানগুলো মারাত্মক ঝুঁঁকি নিয়ে চলাচল করছে। তীব্র স্রোতে শহর রক্ষা বাঁধের পুরানবাজার মন্দিরের সামনের কিছু অংশে ব্লক দেবে গেছে। ইতোপূর্বে সেখানে কয়েকবার জিও ব্যাগ ফেলা হয়েছিল। বর্তমানে ফাটল দেখা দেয়ায় সেখানে আরও বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল বলেন, পুরানবাজারে ব্লক দেবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাছাড়া ক্ষতিগ্রস্ত স্থানটি চিহ্নিত করে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজও চলছে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের কাছে ১০ হাজার বালিভর্তি জিও ব্যাগ, ৪ হাজার পিস খালি জিও ব্যাগ, ১৩ হাজার সিসি ব্লক মজুদ রয়েছে। ইতোমধ্যে আমরা শহর রক্ষা বাঁধের নতুনবাজার ও পুরানবাজার এলাকার ভাঙন রক্ষা কল্পে একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। অধিক বৃষ্টিপাত ও উজানের পানির চাপে মেঘনার পানি গত ২৪ ঘণ্টায় জোয়ারে পানির উচ্চতা সর্বোচ্চ ৩.৮৮ সেন্টিমিটার এবং এখন পর্যন্ত পানি বিপৎসীমার .১২ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। চাঁদপুর নৌ-সীমানায় মেঘনা নদী প্রশস্ত হওয়ায় দ্রুত পানি নেমে যায়। সে হিসেবে বড় ধরনের বন্যার আশঙ্কা খুব কম। গত এপ্রিল-মে/২২ মাসে মোলহেডে ১৩ হাজার ব্লক ও হরিসভা এলাকায় ১০ হাজার বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। যার ফলে মেঘনার প্রবল স্রোতের প্রভাবে বাঁধের কোথাও বড় ধরনের তেমন ক্ষতি লক্ষ্য করা যায়নি।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
হুমকির মুখে চাঁদপুর শহররক্ষা বাঁধ
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর