চাঁদপুরে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর পানি বর্ষার বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে। ফলে শহর রক্ষা বাঁধটি একপ্রকার হুমকির মুখে রয়েছে। চাঁদপুরে প্রচুর বৃষ্টিপাত ও উজানের পানির চাপে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা পাউবোর। গত সোমবার বিকালে লঞ্চঘাট এলাকায় দেখা যায়, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া মিলনস্থলে নদীর পাশ দিয়ে শহর রক্ষা বাঁধ ঘেঁষে তীব্র স্রোত বইছে। সেই স্রোত উতরিয়ে লঞ্চ ও নৌযানগুলো মারাত্মক ঝুঁঁকি নিয়ে চলাচল করছে। তীব্র স্রোতে শহর রক্ষা বাঁধের পুরানবাজার মন্দিরের সামনের কিছু অংশে ব্লক দেবে গেছে। ইতোপূর্বে সেখানে কয়েকবার জিও ব্যাগ ফেলা হয়েছিল। বর্তমানে ফাটল দেখা দেয়ায় সেখানে আরও বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল বলেন, পুরানবাজারে ব্লক দেবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাছাড়া ক্ষতিগ্রস্ত স্থানটি চিহ্নিত করে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজও চলছে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের কাছে ১০ হাজার বালিভর্তি জিও ব্যাগ, ৪ হাজার পিস খালি জিও ব্যাগ, ১৩ হাজার সিসি ব্লক মজুদ রয়েছে। ইতোমধ্যে আমরা শহর রক্ষা বাঁধের নতুনবাজার ও পুরানবাজার এলাকার ভাঙন রক্ষা কল্পে একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। অধিক বৃষ্টিপাত ও উজানের পানির চাপে মেঘনার পানি গত ২৪ ঘণ্টায় জোয়ারে পানির উচ্চতা সর্বোচ্চ ৩.৮৮ সেন্টিমিটার এবং এখন পর্যন্ত পানি বিপৎসীমার .১২ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। চাঁদপুর নৌ-সীমানায় মেঘনা নদী প্রশস্ত হওয়ায় দ্রুত পানি নেমে যায়। সে হিসেবে বড় ধরনের বন্যার আশঙ্কা খুব কম। গত এপ্রিল-মে/২২ মাসে মোলহেডে ১৩ হাজার ব্লক ও হরিসভা এলাকায় ১০ হাজার বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। যার ফলে মেঘনার প্রবল স্রোতের প্রভাবে বাঁধের কোথাও বড় ধরনের তেমন ক্ষতি লক্ষ্য করা যায়নি।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ