বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ৩৮ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের অভিযোগে চারটি ভবনের মালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) কিশোর কুমার দাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয়তলার বেশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার মৌলভীপাড়া, মুন্সেফপাড়া, পূর্ব পাইকপাড়ায় ও হালদারপাড়ায় চারটি ভবনের মালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর সচিব শামসুদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর