বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

উপবৃত্তির টাকার হিসাব খুলতে ভিড়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

উপবৃত্তির টাকার হিসাব খুলতে ভিড়

প্রায় এক বছর পর সন্তানের উপবৃত্তির টাকা আসবে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদে। এ কারণে বগুড়ায় প্রধান ডাকঘর কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে আসা অভিভাবকদের ছিল উপচেপড়া ভিড়। গতকাল সারা দিন এ ভিড় লক্ষ্য করা গেছে। নগদ মোবাইল ব্যাংকিং সিস্টেমে বগুড়ায় মাত্র একটি কাস্টমার কেয়ার বগুড়া প্রধান ডাকঘরে। সারিবদ্ধ হয়ে দাঁড়ানো পুরুষ ও মহিলাদের হাতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও তাতে ব্যক্তিগত ব্যবহারের মোবাইল নম্বর লেখা। প্রতিটি লাইনে শতাধিক মানুষ। দুটি পৃথক টেবিলে পুরুষ ও মহিলাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বর লিখে নিচ্ছেন তথ্য সংগ্রহকারীরা। কাহালু উপজেলার ভেটি সোনাই গ্রামের সোহেল এবং সারিয়াকান্দির ফুলবাড়ি এলাকার আমেনা বলেন, তাদের সন্তান প্রাথমিকের শিক্ষার্থী। প্রায় এক বছর পর উপবৃত্তির টাকা দিচ্ছে সরকার। টাকা আসবে নগদ অ্যাকাউন্টে। তাই নগদের পিন রিসেট ও হিসাব খুলতে এসেছেন তারা। বগুড়া প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল কাম পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস বলেন, নগদের নিজস্ব কোনো কাস্টমার কেয়ার নেই। তাই আমাদের ডাকঘরের একটি কাউন্টার তাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর