বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

সাবেক ইউপি সদস্য হত্যার দুই দিন পরও মামলা হয়নি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল হেলিম (৩৫) হত্যার দুই দিন পরও মামলা হয়নি। আটকও হয়নি কেউ। নিহত শেখ আব্দুল হেলিম (৩৫) ঘাগড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ধোবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঘাগড়া ইউনিয়নের শিয়ারা এলাকায় তাকে নিয়ে মারধর করা হয়। পরে সাড়ে ১১ টার দিকে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নিলে রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বড় বোন মনোয়ারা বেগম জানান, শিয়ারা গ্রামের প্রভাবশালী আইয়ুব আলীসহ বেশ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল হেলিমের। এর জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। তিনি আরও জানান, সোমবার রাতে আইয়ুব আলীর লোকজন বাজার থেকে হেলিম মেম্বারকে নৌকায় তুলে বাড়িতে নিয়ে হাত পা ভেঙে দেয়। পরে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর