মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক আটক

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক)  ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে গতকাল তাকে আটক করা হয়। আটককৃত প্রশান্ত কর শ্রাবণ রাবান এলাকার মৃত নারায়ণ করের ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানায়, গত রবিবার রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবন নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। পাশাপাশি শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ রাত দেড়টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করে। এ সময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পলাশ থানার ওসি মো. ইলিয়াছ  বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর