মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পৌরসভার ফাইলপত্র তছনছ কাউন্সিলরসহ আটক ২

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্রধান কার্যালয়ে গতকাল সকালে পুলিশ পৌরসভার দুই কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ ও ফাইলপত্র তছনছ করার অভিযোগে কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল (৪০) ও তার পিএস সোলাইমান কবীরকে (৩০) আটক করেছে পুলিশ। পৌরসভা অফিস ও কাউন্সিলদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল তার পিএস সোলায়মান কবীরকে নিয়ে  খাড়াজোড়া এলাকার পৌরসভার প্রধান কার্যালয়ে যান। সেখানে গিয়ে সহকারী  হিসাবরক্ষক আরিফ হোসেন ও কর্মচারী জাহাঙ্গীর আলমের সঙ্গে০ তার এলাকার প্রতিটি বাড়ির মালিকের ইনকাম ট্যাক্স প্রাপ্তির তালিকা চান। এ সময় ওই দুই কর্মচারী তাকে তথ্য দিতে অস্বীকৃতি জানালে এ সময় কাউন্সিলর উত্তেজিত হন। পরে পৌর অফিসের দুটি রেজিস্ট্রার কক্ষের কিছু ফাইল খুঁজতে থাকেন। ফাইলগুলো এলোমেলো হয়ে যায়।

কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল উত্তেজিত হয়ে পৌর কার্যালয় থেকে তার নিজস্ব গাড়ি নিয়ে বের হয়ে বাসার দিকে যেতে থাকেন। এ সময় বিষয়টি  কর্মচারীরা পৌর মেয়র মজিবুর রহমানকে অবগত করলে তিনি থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ কাউন্সিলরকে না পেয়ে তার বাড়ি ৮ নম্বর ওয়ার্ডের দিকে যেতে থাকেন। খাড়াজোড়া নামক এলাকায় কাউন্সিলর ও তার পিএস সোলেমান কবীর এবং তার ব্যবহৃত প্রাইভেট কারসহ আটক করে পুলিশ। অভিযুক্ত  কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান, আমার ৮ নম্বর ওয়ার্ডের ইনকাম ট্যাক্সের তালিকা চাওয়ামাত্র দুই কর্মচারী ক্ষেপে যায়। আমি যে পৌর কাউন্সিলর তাদের মনেই হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে আটক করে রাখা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, এ কাউন্সিলর এমনিতে একটু উগ্র। বিষয়টি অফিসের মাধ্যমে দেখা হচ্ছে। কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান জানান, আটককৃত সারোয়ার হোসেন আকুলের বিরুদ্ধে কালিয়াকৈর পৌরসভার অফিস ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর