রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

৩০ বছর পর দখলমুক্ত খাল

বাগেরহাট প্রতিনিধি

৩০ বছর পর দখলমুক্ত খাল

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সরকারি রেকর্ডীয় জয়গাছি খালের অবৈধ নেট-পাটা ৩০ বছর পর অপসারণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাব্বেরুল ইসলাম প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালের মধ্যে থাকা নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন। এ সময় শ্রমিকরা খালের মধ্যে থাকা সব নেট-পাটা ও বাঁধ অপসারণ করেন। দীর্ঘ তিন দশক পর গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। ইউএনও মুছাব্বেরুল ইসলাম বলেন, অবৈধ দখলের বিষয়টি আমার নজরে এলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খালের সব বাঁধ অপসারণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর