বরগুনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সদস্য প্রার্থীরাও বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে গরম গরম। কোনো কোনো জনপ্রতিনিধি তাদের স্ত্রীকে প্রার্থী করেও প্রচারণা শুরু করেছেন। যারা চেয়ারম্যান ও সদস্যপদে প্রচারণায় নেমেছেন তারা বেশির ভাগই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ইতোমধ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবিরকে একক প্রার্থী হওয়ার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার এখতিয়ার যেহেতু একমাত্র আওয়ামী লীগের সভানেত্রীর ওপর নির্ভর করছে এ কারণে প্রার্থী হওয়ার বিষয়টি সভায় উন্মুুুক্ত ঘোষণা করা হয়। যেসব নেতা নির্বাচন করতে চান তারা সবাই তৃর্ণমূলে যোগাযোগ শুরু করেছেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী হওয়ার ঘোষণার অপেক্ষায় আছেন। যেহেতু সাধারণ ভোটারদের এখানে কোনো প্রয়োজন নেই এই কারণে পৌরসভার মেয়র-কাউন্সিলররা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের কদর বেড়ে গেছে। গোপন বৈঠকসহ লেনদেনও শুরু হয়ে গেছে। বরগুনার ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৫৯৮ জন জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক দলের বিদ্রোহী সংসদ সদস্য দেলোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তিনি পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে জেলা পরিষদ অনিয়ম আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়। তার স্ত্রীর বিরুদ্ধে ঠিকাদারি কাজসহ বিভিন্ন কাজে অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে আর্থিক লেনদেনের অভিযোগ ওপেন সিক্রেট। গণমাধ্যমেও অনেক দুর্নীতির সংবাদ প্রচারিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি এমন একজনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হোক দলের এবং দলের বাহিরে সাধারণ মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
জমে উঠেছে বরগুনা জেলা পরিষদ নির্বাচন
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর