বরগুনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সদস্য প্রার্থীরাও বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে গরম গরম। কোনো কোনো জনপ্রতিনিধি তাদের স্ত্রীকে প্রার্থী করেও প্রচারণা শুরু করেছেন। যারা চেয়ারম্যান ও সদস্যপদে প্রচারণায় নেমেছেন তারা বেশির ভাগই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ইতোমধ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবিরকে একক প্রার্থী হওয়ার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার এখতিয়ার যেহেতু একমাত্র আওয়ামী লীগের সভানেত্রীর ওপর নির্ভর করছে এ কারণে প্রার্থী হওয়ার বিষয়টি সভায় উন্মুুুক্ত ঘোষণা করা হয়। যেসব নেতা নির্বাচন করতে চান তারা সবাই তৃর্ণমূলে যোগাযোগ শুরু করেছেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী হওয়ার ঘোষণার অপেক্ষায় আছেন। যেহেতু সাধারণ ভোটারদের এখানে কোনো প্রয়োজন নেই এই কারণে পৌরসভার মেয়র-কাউন্সিলররা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের কদর বেড়ে গেছে। গোপন বৈঠকসহ লেনদেনও শুরু হয়ে গেছে। বরগুনার ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৫৯৮ জন জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক দলের বিদ্রোহী সংসদ সদস্য দেলোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তিনি পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে জেলা পরিষদ অনিয়ম আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়। তার স্ত্রীর বিরুদ্ধে ঠিকাদারি কাজসহ বিভিন্ন কাজে অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে আর্থিক লেনদেনের অভিযোগ ওপেন সিক্রেট। গণমাধ্যমেও অনেক দুর্নীতির সংবাদ প্রচারিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি এমন একজনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হোক দলের এবং দলের বাহিরে সাধারণ মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
জমে উঠেছে বরগুনা জেলা পরিষদ নির্বাচন
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর