বরগুনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সদস্য প্রার্থীরাও বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে গরম গরম। কোনো কোনো জনপ্রতিনিধি তাদের স্ত্রীকে প্রার্থী করেও প্রচারণা শুরু করেছেন। যারা চেয়ারম্যান ও সদস্যপদে প্রচারণায় নেমেছেন তারা বেশির ভাগই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ইতোমধ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবিরকে একক প্রার্থী হওয়ার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার এখতিয়ার যেহেতু একমাত্র আওয়ামী লীগের সভানেত্রীর ওপর নির্ভর করছে এ কারণে প্রার্থী হওয়ার বিষয়টি সভায় উন্মুুুক্ত ঘোষণা করা হয়। যেসব নেতা নির্বাচন করতে চান তারা সবাই তৃর্ণমূলে যোগাযোগ শুরু করেছেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী হওয়ার ঘোষণার অপেক্ষায় আছেন। যেহেতু সাধারণ ভোটারদের এখানে কোনো প্রয়োজন নেই এই কারণে পৌরসভার মেয়র-কাউন্সিলররা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের কদর বেড়ে গেছে। গোপন বৈঠকসহ লেনদেনও শুরু হয়ে গেছে। বরগুনার ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৫৯৮ জন জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক দলের বিদ্রোহী সংসদ সদস্য দেলোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তিনি পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে জেলা পরিষদ অনিয়ম আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়। তার স্ত্রীর বিরুদ্ধে ঠিকাদারি কাজসহ বিভিন্ন কাজে অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে আর্থিক লেনদেনের অভিযোগ ওপেন সিক্রেট। গণমাধ্যমেও অনেক দুর্নীতির সংবাদ প্রচারিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি এমন একজনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হোক দলের এবং দলের বাহিরে সাধারণ মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে।
শিরোনাম
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা