বরগুনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সদস্য প্রার্থীরাও বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে গরম গরম। কোনো কোনো জনপ্রতিনিধি তাদের স্ত্রীকে প্রার্থী করেও প্রচারণা শুরু করেছেন। যারা চেয়ারম্যান ও সদস্যপদে প্রচারণায় নেমেছেন তারা বেশির ভাগই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ইতোমধ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবিরকে একক প্রার্থী হওয়ার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার এখতিয়ার যেহেতু একমাত্র আওয়ামী লীগের সভানেত্রীর ওপর নির্ভর করছে এ কারণে প্রার্থী হওয়ার বিষয়টি সভায় উন্মুুুক্ত ঘোষণা করা হয়। যেসব নেতা নির্বাচন করতে চান তারা সবাই তৃর্ণমূলে যোগাযোগ শুরু করেছেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী হওয়ার ঘোষণার অপেক্ষায় আছেন। যেহেতু সাধারণ ভোটারদের এখানে কোনো প্রয়োজন নেই এই কারণে পৌরসভার মেয়র-কাউন্সিলররা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের কদর বেড়ে গেছে। গোপন বৈঠকসহ লেনদেনও শুরু হয়ে গেছে। বরগুনার ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৫৯৮ জন জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক দলের বিদ্রোহী সংসদ সদস্য দেলোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তিনি পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে জেলা পরিষদ অনিয়ম আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়। তার স্ত্রীর বিরুদ্ধে ঠিকাদারি কাজসহ বিভিন্ন কাজে অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে আর্থিক লেনদেনের অভিযোগ ওপেন সিক্রেট। গণমাধ্যমেও অনেক দুর্নীতির সংবাদ প্রচারিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি এমন একজনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হোক দলের এবং দলের বাহিরে সাধারণ মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে।
শিরোনাম
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
জমে উঠেছে বরগুনা জেলা পরিষদ নির্বাচন
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর