বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাগরে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে চার দিন ভাসতে থাকা ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। খাদ্য ও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার জেলেদের বাড়ি চট্টগ্রামে। কোস্টগার্ড সদর দফতরের কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি গত রাতে জানান, চট্টগ্রামের কালুরঘাট থেকে শনিবার এমভি কমলা নামে একটি ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। ওইদিন থেকেই ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। গতকাল বেলা ১টার দিকে ভাসতে ভাসতে এটি মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে জেলেরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। এর পরই কোস্টগার্ড পূর্ব জোনের কুতুবদিয়া জাহাজের অধিনায়ক লে. কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে অভিযান শুরু হয়। বিকাল ৩টার দিকে ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর