সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় তাপস মন্ডল (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। তাপস গাজীপুরের কালিয়াকৈর থানার কান্দাপারা গ্রামের শশী ম লের  ছেলে ও স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্বজনরা জানান, শুক্রবার বিকালে ফুটবল খেলতে গিয়ে হাতের হাড় ভেঙে যায় তাপসের। তাকে স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী আবুলের কাছে নিলে তিনি সাভারের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ওই হাসপাতালে ৩৫ হাজার টাকা চুক্তিতে হাতের অপারেশন করার সিদ্ধান্ত হয়। শনিবার রাত ১০ টার দিকে অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়া পুশ করলে তাপস অসুস্থ হয়ে পড়ে। তখন ওই হাসপাতাল থেকে পাশের সুপার মেডিকেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যায় সে। এ বিষয়ে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, লিখিত অভিযোগ পাইনি।

সর্বশেষ খবর