বড়ছড়া, চারাগাঁও, বাগলি- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত তিনটি শুল্ক স্টেশন। এগুলো দিয়ে প্রতিবছর ভারত থেকে হাজার হাজার কোটি টাকার কয়লা ও চুনাপাথর আমদানি হয়। মোটা অংকের রাজস্ব পায় সরকার। কিন্তু শুল্ক স্টেশনগুলো স্থাপানের দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও অবকাঠামোগত সুবিধা নেই তিনটি শুল্ক স্টেশনের কোনটিতে। একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় অপ্রতুল সুবিধা চালতে হয় কাস্টম কর্মকর্তাদের অফিস। আর ভারত থেকে আমদানি করা মালামাল পরিবহনের জন্য বাংলাদেশ অংশে আজো তৈরি হয়নি পাকা সড়ক। ফলে বৃষ্টি আর বর্ষা মৌসুমে মালামাল পরিবহনে দেরিতে পড়তে হয় আমদানিকারকদের। এতে করে ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। উল্লেখ্য, এই তিন শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি হয় দেশে সবচেয়ে ভালোমানের কয়লা। এই কয়লা ইট তৈরিসহ নানা কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি আমদানি করা চুনাপাথর সিমেন্ট ও চুন তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এদিকে, সীমান্তবর্তী এই তিনটি শুল্ক স্টেশনের পাশ দিয়ে একটি সীমান্ত সড়কের কাজের অগ্রগতি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এই সড়কটি পাকাকরণ না হওয়ায় আমদানি করা মালামাল দেশের বিভিন্ন স্থানে নৌপথেও পরিবহন করা ছাড়া কোনো বিকল্প থাকে না ব্যবসায়ীদের। কিন্তু পরিবহন কাজে ব্যবহৃত নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় শুকনো মৌসুমে প্রায়ই বন্ধ থাকে নৌ চলাচল। পানি কমে যাওয়ার কারণে প্রায়ই নৌপথে সৃষ্টি হয় দীর্ঘ নৌজট। এসব প্রতিবন্ধকতা থেকে উত্তরণে বিন্নাকুলি-বড়ছড়া-মধ্যনগর সড়কটি পাকাকরণের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কোষাধক্ষ্য বলেন, ভারত থেকে যে পথ দিয়ে আমদানি করা মালামাল বাংলাদেশে আসে, সেই পথে ভারতের অংশ পাকা থাকলেও বাংলাদেশ অংশ আজও কাঁচা রয়ে গেছে। ফলে নানামুখী অসুবিধায় পড়তে হচ্ছে আমাদের। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সীমান্ত সড়কটিতে গুরুত্বপূর্ণ কিছু সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক