খুলনার ফুলতলা আইয়ান জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। বেজেরডাঙ্গা এলাকায় অবস্থিত জুট মিলটিতে গত শুক্রবার রাতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিল মালিক ফেরদৌস ভুঁইয়া বলেন, রাতে হঠাৎ করে মিলের তিন নম্বর গুদামে আগুন লাগে। আগুনের উৎস জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।