দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কান্ডারি। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা আছেন বলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে দেশবাসীর জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশের যত অর্জন তার সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার হাত ধরে হয়েছে। দেশের প্রতিটি উন্নয়নের ছক শেখ মুজিবুর রহমান এঁকে গিয়েছিল। সেগুলো বাস্তবায়নকারী শেখ হাসিনা। বাঞ্ছারামপুর উপজেলার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম মিলনায়তনে গতকাল শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।