শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৮

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য ও এসএসসি পরীক্ষার্থীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- বগুড়া : নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বিকালে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের তাহেরা খাতুন (২২) ও  নাটোরের সিংড়ার জুথি (২২)। গোপালগঞ্জ : বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম মোল্লা (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি কাজুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। কুড়িগ্রাম : ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দেবেন চন্দ্র রায় (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার দর্শনায় গতকাল দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান উদ্দিন (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। নিহত রায়হান উদ্দিন দর্শনা জয়রামপুর রেলস্টেশন পাড়ার ফারুক হোসেনের ছেলে। কিশোরগঞ্জ : ভৈরবে বালুবাহী ট্রাক্টরের চাপায় সিয়াম মিয়া (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের কমলপুর (পশ্চিমপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন মাহমুদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তুহিন সাভারের জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত ওই পথচারীর আনুমানিক বয়স ৪৫ বছর।

সর্বশেষ খবর