বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অসময়ে বাড়ছে পদ্মার পানি, ফসলের ক্ষতি

রাজবাড়ী প্রতিনিধি

অসময়ে বাড়ছে পদ্মার পানি, ফসলের ক্ষতি

রাজবাড়ীর পদ্মা নদীতে অসময়ে পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মার পানি বাড়ছে বলে জানিয়েছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি বৃদ্ধির কারণে ইতোমধ্যে জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলার নদী তীরবর্তী বিস্তীর্ণ নিম্ন্নাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পদ্মার চরের বাদাম, কলাইখেত তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল সকালে সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মার পানি ৮.৯৭, গোয়ালন্দে ৮.৩৪ এবং পাংশার সেনগ্রাম পয়েন্টে ১০.৯৯ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। গত ১ অক্টোবর পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৭.৩৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছিল। পদ্মায় অন্য দুটি পয়েন্টে পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। অসময়ে পানি বৃদ্ধিতে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। জেলার শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ক্ষতির আশঙ্কা করছেন তারা। স্থানীয় কৃষক রমজান হোসেন বলেন, জেলার হাটবাড়ীয়া, রঘুনাথপুর, মহেন্দ্রপুর, কৃষ্ণনগর চরের অনেক পিঁয়াজ, টমেটো পানির নিচে রয়েছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। অন্য কৃষকরাও অসময়ে পদ্মার পানি বৃদ্ধিতে ফসলের ক্ষতির কথা জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এম এম সহীদ নূর আকবর বলেন, এ সময়ে পদ্মায় পানি বৃদ্ধিতে কৃষকদের ক্ষতি হতে পারে। কৃষি বিভাগ সব বিষয় বিবেচনা করে কাজ করে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, ভারত থেকে বেশ কয়েকটি গেট খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সে কারণে অস্বাভাবিকভাবে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে।  সপ্তাহখানেক পানি বৃদ্ধি পাবে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর