বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সড়কের গর্তে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা

কুমিল্লা প্রতিনিধি

সড়কের গর্তে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়ন। ওই ইউনিয়নের রামমোহন থেকে আদমপুর বাজার রোড পর্যন্ত বেহাল তিন কিলোমিটার সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কটি দিয়ে চলাচল করা যানবাহন চালক ও যাত্রীরা। খানাখন্দে ভরা ও পানিতে ডুবে থাকা এ সড়কের গর্তে পড়ে প্রতিদিনই যানবাহন বিকল হচ্ছে। ঘটছে দুর্ঘটনা। সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কটিতে হাঁটুপানি। দুই পাশে দোকান ও সীমানা প্রাচীর। সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরবাইক চালকরা ধীরে সড়কটি পার হচ্ছেন। চাকা দেবে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। যাত্রী ও পথচারীদের সহয়তায় বিকল বাহনকে টেনে তুলতে দেখা গেছে। সড়কটিতে এমন অবর্ণনীয় কষ্ট সারা বছরই থাকে। অটোরিকশাচালক মোসলেহ উদ্দিন বলেন, সড়কটির এই অংশে এলে যাত্রীরা নেমে পড়েন। খালি অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময়ও কাত হয়ে পড়ে। কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখারুল আলম বলেন, এ সড়কটির বিষয়ে আমরা অবগত আছি। খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। আশা করছি মাসদেড়েকের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করতে পারবে।

সর্বশেষ খবর