সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মাঈনুদ্দিন মিয়া (৩৫) নিহত হয়েছেন। গত মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মাহবুব রহমান। সোমবার সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। মাঈনুদ্দিন উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আবদুল হাকিম ভূঁইয়ার ছেলে। ভাতিজা মাহবুব রহমান জানান, ১৫ মাস আগে সৌদি আরবে যান তার কাকা মাঈনুদ্দিন। সেখানে কোন জায়গায় এ দুর্ঘটনা ঘটে তা কেউ জানাতে পারেনি। মৃত্যুর বিষয়টি তার কাকার এক সহকর্মী দেশের বাড়িতে জানান। দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুসা মিয়া বলেন, মাঈনুদ্দিনের বাবা-মা নেই। পাঁচ ভাইয়ের মধ্যে মাঈনুদ্দিন সবার ছোট। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার লাশ দ্রুত দেশে আনার দাবি করছি সরকারের কাছে।