বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আখাউড়ায় চার ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আবারও তৎপর হয়ে উঠেছে লাগেজ পার্টি। বন্দরের কাস্টমস থেকে পার পেয়ে গেলেও লাগেজ পার্টির পাঁচ সদস্য ধরা পড়েছে র‌্যাবের হাতে। এর মধ্যে চারজন ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে ৫ হাজার ৫০০ পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ পিস ভারতীয় থ্রি পিস, চার বোতল হুইস্কি, দুই বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহার করা গাড়ি ও ভারতীয় নাগরিকদের চারটি পাসপোর্ট। গ্রেফতারকৃতরা হচ্ছেন- আমানত হুসাইন (৫২), একই এলাকার আকিল আহমেদ (৪৫), মো. আদিল (২৫), মো. স্বপন (৩০)। গতকাল দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র ও সরেজমিন ঘুরে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া স্থলবন্দরকে ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আনছে। স্থানীয় ভাষায় তাদেরকে ‘লাগেজ পার্টি’ বলা হয়। ওই পার্টির কাজ হচ্ছে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা। এ সময় তারা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ভারতীয় পোশাক নিয়ে আসে। ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক নেতা, ছাত্রসমাজের সাবেক নেতা, কয়েকজন নামধারী ব্যবসায়ী, স্থলবন্দর ও এর আশপাশের এলাকার প্রভাবশালী ব্যক্তি এ কাজে লাগেজ পার্টিকে সহায়তা করে।

সর্বশেষ খবর