বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কার্ড আছে, তবু ভিডব্লিউবির ২১ মাসের চাল পাননি

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড ও তালিকায় নাম থাকা সত্ত্বেও দুস্থ এক নারী ২১ মাস ধরে চাল পাননি। অভিযোগ রয়েছে, প্রায় ২ বছর ওই নারীর চাল আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য জব্বার হোসেন। তিনি উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার। জানা গেছে, ওই ইউপি বিষয়টি ধমাচাপা দিতে কার্ডধারী নারীকে ২০ হাজার টাকা দিয়েছেন। জানা যায়, মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী মমতাজ বেগমের নামে ভিডব্লিউবি কার্ড রয়েছে। তার কার্ডের চাল প্রতি মাসে ইউপি সদস্য জব্বার হোসেন সংগ্রহ করেছেন বলে প্রমাণ মিলেছে। অভিযোগ রয়েছে, ২০১৯-২০ অর্থ বছরেও মাধাইমুড়ি গ্রামের আলতাব হোসেন জনির স্ত্রী ইতি খাতুনের কার্ডের চাল ৯ মাস অন্য একজনকে দিয়ে উত্তোলন করান ইউপি সদস্য জব্বার হোসেন। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কথা বলতে রাজি হননি। মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল আলিম জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিডব্লিউবি কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, সুবিধাভোগী ওই নারীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর