মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শতবর্ষী সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সারিয়াকান্দি উপজেলা পরিষদের শতবর্ষী আটটি গাছ অবৈধভাবে কেটে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন উপজেলার ধাপ গ্রামের নুরুল ইসলাম মিঠু। অভিযোগের অনুলিপি বগুড়া জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, বন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে উপজেলার পৌর এলাকার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের পাশে আবদুল মান্নান এমপি সড়কের মেহগনি, আকাশমনি, রেইনট্রি জাতের শতবর্ষী আটটি গাছ অবৈধভাবে কেটে আত্মসাৎ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। রাস্তা সংস্কারের নামে গাছগুলো কেটে ফেলেছেন সারিয়াকান্দি পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌরসভার দুজন কমিশনার। সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি জানান, ঘটনাটি মিথ্যা এবং বানোয়াট। অবৈধভাবে গাছ কর্তনের বিষয়টি সঠিক না। সারিয়াকান্দির ইউএনও রেজাউল করিম জানান, অবৈধভাবে গাছ কাটা সম্পর্কিত একটি অভিযোগ আমি হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর