রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভাগাড়

শ্রীমঙ্গল প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভাগাড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ রোডে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমানে পৌরসভার ময়লার ভাগাড়। প্রতিদিন শহরের ৯টি ওয়ার্ড ছাড়াও মাছ ও কাঁচাবাজারের আবর্জনা ফেলা হয় এখানে। আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। ভোগান্তির শিকার হন তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সরজমিনে দেখা যায়, উন্মুক্ত ভাগাড়ের পাশে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। একটু পশ্চিমে গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ। রাস্তায় এসে পড়ছে ময়লা। সরকারি কলেজের শিক্ষার্থী নিষান কর্মকার, নেহার আক্তার বলেন, ‘নাকে চাপ দিয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। দুর্গন্ধে আমরা ক্লাস করতে পারি না।’ শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ দীপ চাঁন কানু বলেন, ‘শিক্ষার সার্বিক উন্নয়ন, পঠন-পাঠন ও সুন্দর পরিবেশের জন্য কলেজের সামনে থেকে এই ভাগাড়ে সরানো দরকার।’ পৌর মেয়র মহসীন মিয়া বলেন, ‘এই ভাগাড় সরানোর জন্য আমরা যতোটুকু চেষ্টা করার করেছি। জমি কিনেছি, কাজও শুরু করেছিলাম। এখন মামলা মোকাবিলা করছি। মামলাটি বার বার স্টে করে রাখা হচ্ছে।’

 

সর্বশেষ খবর