মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাস্তা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে ২৫ পরিবার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

রাস্তা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে ২৫ পরিবার

গাজীপুরের কালিয়াকৈরে ২৫টি পরিবারের সদস্যদের চলাচলের একমাত্র সড়ক বাঁশের বেড়া ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, রবিবার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নে কাঠুরিয়াচালা গ্রামে ২৫টি পরিবারের একমাত্র চলাচলের সড়কটি ইটের সোলিংয়ের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে সড়কে কাঁটা যুক্ত ডালপালা ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সড়ক বন্ধ করে দেওয়ার কারণ জানতে চান। এ সময় সিদ্দিক, হযরত ও আশরাফ লোকজন নিয়ে কয়েকজনকে মারধর করে। এতে দাউদ, ইয়াকুব ও ইউনুস শেখ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় ইয়াকুব শেখ গতকাল কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। অভিযুক্ত হযরত আলী জানান, ‘আমাদের জমির ওপর দিয়ে সড়ক গেছে। এ জন্য সড়ক অন্য কাউকে ব্যবহার করতে দিব না।’ মৌচাক ইউপির চেয়ারম্যান লোকমান হোসেন জানান, বিষয়টি শুনে অভিযুক্ত পরিবারকে সড়কটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছি। পরে দুপক্ষের সঙ্গে বসে সমস্যাটি সমাধান করা হবে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর