ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ইমরান (২৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার রাতে উপজেলার ভুলতার বাংলাকেট এলাকার এ ঘটনা ঘটে। আহত ইমরানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ইমরান ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। এর আগে গত সপ্তাহে আরও এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ইমরানের বাবা জানান, রাত ১টার দিকে তিনজন ছিনতাইকারী গার্মেন্টের সামনে থেকে যাত্রী সেজে ইমরানের অটোরিকশায় ওঠে। বাংলাগেটের সামনে ছিনতাইকারীরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনাটি আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।’