শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মৌলভীবাজারে বাজুসের মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন সেন্টারে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাজুসের সহসভাপতি ডা. আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, প্রশাসন জুয়েলারি মালিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। প্রশাসনের হয়রানি আগের চেয়ে অনেক কমেছে। শাহীন বলেন, চুরি ও ডাকাতির গহনা উদ্ধারে পুলিশ এখন খুব সক্রিয়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে জুয়েলারি শিল্প নতুন উচ্চতায় পৌঁছে যাবে। অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাজুস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পংকজ রায়ের (মুন্না) সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপনুল হাসান, উত্তম ঘোষ, কার্যনির্বাহী কমিটির সদস্য নীহার কুমার রায়, বাজুসের বড়লেখা উপজেলা সভাপতি লুৎফুর রহমান, জুড়ী উপজেলা সভাপতি কামাল হোসেন, কুলাউড়া উপজেলা সভাপতি মিঠু দেবনাথ, রাজনগর উপজেলার সভাপতি কানাই দেব, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি শংকর বণিক প্রমুখ। সভায় আমন্ত্রিত অতিথি এবং সদরসহ সাতটি উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

সর্বশেষ খবর