আড়াইহাজারে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। উপজেলার গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী নয়াপাড়া গ্রামে গতকাল অভিযানের সময় চারটি ড্রেজার জব্দ করা হয়। জানা গেছে, লক্ষ্মীবরদী নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি মহল ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছেন। এ ব্যাপারে গ্রামবাসী ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) একটি লিখিত অভিযোগ দেন।