কক্সবাজারের পেকুয়ায় মহান বিজয় দিবসে শহীদ বেদীতে ফুল দিতে যাওয়ার পথে স্ট্রোক করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহর (৫০) মৃত্যু হয়েছে। তিনি টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ফুল দিতে যাচ্ছিলেন সভাপতি শহীদ উল্লাহসহ নেতা-কর্মীরা। এ সময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির মৃত্যুতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ জাফর আলম গভীর শোক প্রকাশ করেছেন।