সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কাল রাঙামাটি-বান্দরবান সড়কে ২৪ ঘণ্টার হরতাল

রাঙামাটি প্রতিনিধি

দীর্ঘ ১৩ দিনেও উদ্ধার হয়নি রাঙামাটি রাজস্থলীতে অপহৃত আওয়ামী লীগ নেতার ছেলে মো. সালাহ উদ্দীন (৩৫)। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) ২৪ ঘণ্টা রাঙামাটি ও বান্দরবান সড়কে হরতালের ডাক দিয়েছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ কমিটি। গতকাল দুপুরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির সভাপতি মো. এমদাদুল হক মিলন হরতালের ঘোষণা দেন। এর আগে সচেতন নাগরিক সমাজ কমিটির উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজস্থলী উপজেলার শত শত নারী-পুরুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অপহৃত  মো. সালাহ উদ্দীনকে উদ্ধারের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজ কমিটির সভাপতি  মো. এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউপি সদস্য বাদশা মো. আলমঙ্গীর, সদস্য সচিব রেজা-উল-আলম, পুলক বড়ুয়া ও ডালিম বড়ুয়া, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. শামসুল আলম। 

 পুলক চৌধুরী, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, গত ৪ ডিসেম্বর সকালে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃত মো. মজিবুর রহমানের ছেলে সালাহ উদ্দীনকে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী এলাকা  থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর ১৩দিন ধরে তার কোনো খোঁজ মিলেনি। তারা বলেন. নামধারী আঞ্চলিক রাজনৈতিক দলের শিকার হয়েছে সালা উদ্দীন। অস্ত্রধারীদের জন্য পাহাড়ের মানুষ গণতান্ত্রিক অধিকার হারাচ্ছে।  অবিলম্বে প্রশাসন দ্রুত সালাহ উদ্দীনকে উদ্ধার করতে না পারলে হরতালের পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে স্থানীয়রা বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

 

সর্বশেষ খবর