হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সকালে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহন চালাতে দেখা গেছে। গতকাল দিনব্যাপী ছিল সূর্যের লুকোচুরি। বিকালের পর থেকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কনকনে শীত বাড়তে থাকে। সন্ধ্যার পরই নামতে থাকে শীতের সঙ্গে কুয়াশা। এদিকে গতকাল দিনাজপুরে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে মেঘের আনাগোনা রয়েছে। হিমালয়ের পাদদেশের উত্তরের এ দিনাজপুর জেলায় চলতি সপ্তাহে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। শীতে ও কুয়াশায় আলু খেতে রোগ দেখা দিয়েছে বলে কৃষকরা জানান। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় দিনাজপুর আবহাওয়া অফিস। ইজিবাইকচালক ফারুক বলেন, প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হই। শুক্রবারসহ কয়েক দিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম। শীতের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। আগের থেকে ইনকামও কম হচ্ছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রতিদিনই কমতে শুরু করেছে এ অঞ্চলের তাপমাত্রা। জেলায় শীত বাড়ছে। শুক্রবার ১২ দশমিক ৫ ডিগ্রি। শনিবার ১০ দশমিক ২ ডিগ্রি এবং গতকাল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে সর্বনিম্ন। তিনি বলেন, সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আকাশে মেঘের আনাগোনার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর