হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সকালে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহন চালাতে দেখা গেছে। গতকাল দিনব্যাপী ছিল সূর্যের লুকোচুরি। বিকালের পর থেকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কনকনে শীত বাড়তে থাকে। সন্ধ্যার পরই নামতে থাকে শীতের সঙ্গে কুয়াশা। এদিকে গতকাল দিনাজপুরে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে মেঘের আনাগোনা রয়েছে। হিমালয়ের পাদদেশের উত্তরের এ দিনাজপুর জেলায় চলতি সপ্তাহে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। শীতে ও কুয়াশায় আলু খেতে রোগ দেখা দিয়েছে বলে কৃষকরা জানান। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় দিনাজপুর আবহাওয়া অফিস। ইজিবাইকচালক ফারুক বলেন, প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হই। শুক্রবারসহ কয়েক দিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম। শীতের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। আগের থেকে ইনকামও কম হচ্ছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রতিদিনই কমতে শুরু করেছে এ অঞ্চলের তাপমাত্রা। জেলায় শীত বাড়ছে। শুক্রবার ১২ দশমিক ৫ ডিগ্রি। শনিবার ১০ দশমিক ২ ডিগ্রি এবং গতকাল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে সর্বনিম্ন। তিনি বলেন, সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আকাশে মেঘের আনাগোনার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শিরোনাম
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন