সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্লেব্যাক সম্রাট ‘এন্ড্রু কিশোর চত্বর’ স্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর কৃতী সন্তান ও দেশের জনপ্রিয় প্লেব্যাক সম্রাট কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে রাজশাহী নগরীর একটি সড়ক ‘এন্ড্রুু কিশোর সরণি’ করার দাবি উঠেছে। রাজশাহীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্টজনরা এ দাবিতে একাট্টা হয়ে কর্মসূচিতে অংশ নেন। গতকাল দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়েছে। রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও এন্ড্রু কিশোর ভক্তরা অংশ নেন। আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা রাজশাহী নগরীর যে কোনো একটি সড়ক অথবা স্থাপনা এন্ড্রু কিশোরের নামে করার দাবি করেন। বক্তারা বলেন, দেশব্যাপী জনপ্রিয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর রাজশাহীর কৃতী সন্তান। তাই নতুন প্রজন্মের মধ্যে এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে তার নামে যে কোনো সড়ক ও স্থাপনায় সরণি করা প্রয়োজন।

 

সর্বশেষ খবর