শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১৬ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ হয়েছে। নতুন বিষয় প্রশিক্ষণে যুক্ত করে শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৬ হাজার শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে শিক্ষক প্রশিক্ষণের মান নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান গতকাল এ তথ্য জানান। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের আরও বেশি যোগ্য, দক্ষ করে গড়া তোলার লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। দক্ষ মানবসম্পদ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর