সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে গতকাল দুপুর ১২টায় এ সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। তিনি বলেন, বগুড়ায় দুই আসনে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসন মাঠে কাজ করবে। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে পরিপত্র এসেছে সে অনুযায়ী কাজ করা হবে। নির্বাচনী মাঠে পুলিশসহ স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক নজরদারি করবেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাসুম আলী বেগ,  মাহমুদ হাসান, নিলুফা ইয়াসমিন, সরাফত ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর